বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে পদ্মা নদীর উপরে একটি রেল সেতু আছে। সেতুটি লোহার তৈরী। তৎকালীন সেতু তৈরীর পর হাজার হাজার মানুষ তা দেখতে আসতো। এখনো আসে।
একবার গ্রামের এক বুড়ি ব্রিজটি দেখতে আসে। অতো বড়ো লোহার ব্রিজ দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে যায় ! সে মনের আবেগকে ধরে রাখতে পারে না। বলে ফেলে-
- ঊরি মা, কত্তো বড়ো বিরিজ। না হলিও বিশ মন নোয়া লাগছে।”
সারকথা: ধারণ শক্তি অনুযায়ী-ই মানুষ কথা বলে।
সাগর হেলাল
Post a Comment