এক.
কি কথা খাচ্ছে মাথায়
ঘুরপাক ?
সে এসেছে, আজ তুই চুপ থাক।
দুই.
ওই দিন দূরে নেই- পশুরা ছেড়ে
আসবে জঙ্গল
এখনো সময় আছে করো না আর কোনো
দঙ্গল!
তিন.
কখনো রাখি নি অধর ঘাসের বনে
নামি নি জ্যোৎস্না স্নানে উষর মনে।
চার.
তোমাকে দিয়েছিলাম শর্তহীন স্বাধীনতা,
অধিকার পেয়ে ভুলে গেছো সকল কথা।
পাঁচ.
জলের চেয়ে রক্ত সস্তা
আজকে দেশের এ অবস্থা।
-
ছয়.
ভাঙতে চাইলে ভেঙে ফেলো
সুবর্ণ দিন চলে গেলো।
-
সাত.
বাবু, ধুতির গেঁড়ো আঁটো
পরামর্শটা কম বাঁটো।
-
আট.
আগুন আর আগুন দুইয়ে মিলে পানি
পানি আর পানি মিলে মাটি তাও জানি।
-
নয়.
ভ্যাক্সিনেশন মানছে নেশন থকাছে তবু ভয়
এতো কিছু করেও যদি ফের করোনা হয় !
-
দশ.
জলে থাকে ডাঙায় থাকে লম্বা লম্বা পাও,
দেখতে পাবে বাংলাদেশের যেখানেতেই যাও
!
-
Post a Comment