ঐ দিকে রসের নদী

 





আলী মুনশী... আলী মুনশী...
উত্তরে যাও কই,
আমার পানে চাওনা ফিরে
আমি কি কেউ নই !

ঐ দিকে নেই রসের নদী
নরম প্রেমের বাও,
ঠাণ্ডা হিমে জমে যাবে
এই কি তুমি চাও !

ঐ দিকে তো চাঁদ ওঠে না
নেই আলো ঝলমল,
হিম কুয়াশায় বরফ ঝরে
নেই নদী টলমল।

ভাসা গাঙ্গে ভাসতে তোমার
এতো কিসের ভয়,
মিছা মিছি জীবনটাকে
করছো কেনো ক্ষয় ?
-
২৫.০৩.২০২২

Post a Comment

Previous Post Next Post