ইমরান খান ও কিছু ক্থা



ইমরান খান ক্ষমতায় আসার পর কৌতুহলবশত পাকিস্তানি মিডিয়া দেখা আরম্ভ করি। এখনো দেখছি। যা বুঝলাম, পাকিস্তানী আর্মি সম্পূর্ণ বিষয়ের জন্য দায়ী। নুন লিগ তাদের সৃষ্ট দল। ভুট্টো তাদের ফাঁদে পড়ে জীবন দিয়েছে। ইমরান খানকেও সে পথেই নিয়ে যাওয়া হচ্ছে। জনগণ সেনাবাহিনীর হাতে জিম্মি। তারা জানে কোথা থেকে কি হচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না।

সেনাবাহিনী সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে। এ দুটি তাদের অস্ত্র। ভুট্টোর দল যখন দেখলো, সেনাবাহিনী কথা না শুনলে ক্ষমতায় যাওয়া যাবে না। তারাও নুন লিগের পথে হাটছে। 

সেনাবাহিনী যখন দেখলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হলে ইমরান খান আবার ক্ষমতায় এসে যাবে বেশি সীট নিয়ে। তখনই চক্রান্ত শুরু। সেনাবাহিনী চায় না সংখ্যাগরিষ্ঠ সীট নিয়ে কেউ ক্ষমতায় আসুক। তাহলে সে সংবিধান পরিবর্তন করে সিস্টেমকে সংশোধন করে ফেলবে। এ সিস্টেম সেনাবাহিনীর তৈরি। এটা তারা ভাঙতে দেবে না। 

ইমরান খানের ভাগ্যে কি আছে এ কথা বলা কঠিন। তবে আমার মনে হয় না, তাকে ক্ষমতায় আসতে দেবে। পাকিস্তানের ভাগ্য সেনাবাহিনী লিখে আসছে, ভবিষ্যতেও লিখবে।

-

#নার্গিসের মন ভালো নেই

Post a Comment

Previous Post Next Post