আবার কবে নিক্ষিপ্ত হবে


একটা নক্ষত্র ধরা পড়েছিলো দক্ষিণপূর্ব এশিয়ায়
নিহারিকাত্যাগী সন্যাসিনী নক্ষত্র,
রাতেরা জ্যোৎস্না দেখে
নিদ্রাহীন নক্ষত্র খুঁজে বেড়ায় জল মৃত্তিকা
আকাশ ভেঙে ভেঙে পড়ে
ম্যাসেডোনিয়া পড়ে থাকে তার অনেক পেছনে…
ধর্মভাগের মহাযুদ্ধে
কাঁদে সনাতন হাপিত্যেশ ইব্রাহিমীদ্বীন
কালোচুল ছুটে বেড়ায় দ্রৌপদীর বেশে,
নক্ষত্রের আলোপ্রেমভালোবাসা
স্নিগ্ধ করে ফুটপাতে পড়ে থাকা লাশের শরীরে…
শীতের কুয়াশায় ঢেকে থাকে কাঞ্চনজঙ্ঘা
টাইগার হিলের চিত্তাকর্ষক সূর্যোদয়,
নক্ষত্র কাটায় নির্ঘুম রাত কর্মব্যস্ত দিন
তাকে নির্বাক লেগেছিলো
যুদ্ধাহত আশ্রয় শিবিরে…
হে আমার প্রিয় দক্ষিণপূর্ব এশিয়া
আবার কবে নিক্ষিপ্ত হবে আরেক নক্ষত্র
তোমার বুকে,
অপেক্ষারত ইব্রাহিমী বংশধর
অন্ধকার বুকটা আলোকিত হয় নি কতোকাল
কতোকাল চেয়ে থাকি ছায়াপথ শীতের আকাশে…
-
সাগর আল হেলাল
১২.০৪.২০২২

Post a Comment

Previous Post Next Post