মত প্রকাশের স্বাধীনতা

 সাগর হেলাল


ফতোয়া কোন আইন নয়, এটি একটি মতামত মাত্র। ধর্ম গ্রন্থ সম্পর্কে যার বিশেষ জ্ঞান আছে, সামাজিক বিষয়েও যিনি সচেতন- তিনি ফতোয়া বা মতামত দিতে পারেন।


 

আমরা ফেসবুকে যেমন নানা বিষয়ে নিজস্ব মতামত দিয়ে থাকি, বিষয়টি সে রকম। এর অতিরিক্ত কিছু নয়। ফতোয়া বা মতামতের বিদ্রুপ না করে অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য ফতোয়া বা মতামতকে বিধান মতে খণ্ডন করার কার্যকর জ্ঞান লাভে সচেষ্ট হওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।

 

আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে থাকি, সুতরাং এটিও মত প্রকাশ ছাড়া বৈ অন্য কিছু তো নয়! ফতোয়া যেহেতু একটি মতামত, তা যেন কোন ভাবেই আইন বলে অপপ্রচার চালানো না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একই সাথে ধর্মপ্রাণ মানুষকে সচেতন করতে হবে। কারণ, সকল মতামত বা ফতোয়া যে সঠিক নয়- তার প্রমাণ ইতোপূর্বে দেখা গিয়েছে।

 

তাই বলতেই পারা যায় - ফতোয়া কোন আইন নয় বরং মতামত। 

Post a Comment

Previous Post Next Post