লিখে আনন্দ পাই, তাই লিখি




কেন লিখি? প্রশ্নটি মাঝে মধ্যেই বিব্রত করে। ঢের দিন থেকে। প্রথমদিকে যখন লিটল ম্যাগাজিনে লেখা পাঠাতাম বা লেখা সংগ্রহ করতাম। টাকা-পয়সা খরচ হতো। লিটল ম্যাগাজিনে বা দৈনিক পত্রিকায় লেখা ছাপা না হলে, ভাবতাম- কেন লিখি?

পুরনো প্রশ্নটি আজও তাড়া করে বেড়ায়। কেন লিখি ? আজ আবার মনে হলো। এর একটা যথাযথ জবাব খুঁজতে উত্তর-দক্ষিণ ভাবছিলাম- হঠাৎ একটা উত্তর মনে এসে গেলো। লিখতে পারি- তাই লিখি। আরেব্বাহ্, দারুণতো! লিখতে পারি, তাই লিখি। সাউন্ডটা খারাপ নয়।


সাগর হেলাল
০৩.০৪.২০২২

Post a Comment

Previous Post Next Post