কোনাবাড়ির সোনা মিয়া


কোনাবাড়ির
সোনা
মিয়া
গর্তে পড়ে কাঁদে,
নাকে মুখে লাগছে কাদা
নোনা মাটির স্বাদে।

কাদা খেয়ে হাঁদা
সোনা
বাঁদর নাচন নাচে,
মুখে বলে- সরল আমি
রই না সাতে-পাঁচে।

প্রশ্ন সবার তবে কেনো
পড়লে
সোনা
খাদে,
সেইতো ভালো ছিলা যখন
ছিলা চাষ-আবাদে।

উষ্ঠা খেয়ে হুঁশটা আনো
আসো এবার জ্ঞানে,
বাঁদরামীটা ছেড়ে দিয়ে
থাকো কাজের ধ্যানে।
-

সাগর হেলাল
৩-৪-২০২২

Post a Comment

Previous Post Next Post