আরাওয়াক জেগে ওঠা দিন
এক খণ্ড পতিত জীবন,
সভ্যতার খোলশে ঢাকা এক নোংরা প্রজাতি
পৃথিবীর রাজসভায় কথা বলে তর্জনীতে...
দাঁড়াও, তুমিও লিখেছো ব্যাভিচারের ইতিহাস
যে নামে আমায় ডাকো
তুমি সেই নাম বিশেষণের শিক্ষক
ওয়াল্টারের সজিব অস্তিত্ব ...
এল ডোরাডের অনুসন্ধানে
এইতো সেদিনও কেঁদেছিলো মানবতা
আজ কাঁদে আরেক শহর,
আরেক জনপদ
তোমার বিষদাঁত এখনো ছোবলে ব্যস্ত...
পৃথিবী সভ্য হয়ে যায় ক্রমাগত
সভ্যতার আড়ালে রয়ে যায় হায়েনা নখর
ওয়াল্টারেরা ভ্রমণ করে ব্রহ্মাণ্ড
সরে যায় মানুষের পায়ের তলার মাটি...
-
সাগর আল হেলাল
০৩.০৪.২০২২
Post a Comment