রাষ্ট্র পরে আছে হিজাব


রাতের শরীরে ফোটে না নক্ষত্র
সন্ধ্যা নামতেই
ঘাসবনে অবেলায় দাফন,
জ্যোৎস্নার কবিতা লেখা আর হবে না কবি তোমার
শকুনের ডানায় আড়াল হয়েছে
চাঁদের শরীর...
ইন্দ্রের রাজত্ব এখন
সারাদিন আকাশ ওড়ে চিল-শকুনে,
মাটিতে পড়ে থাকা চাঁদ পায় কি আকাশ অসীম
শানির দিয়ার চরে
চিলের থাবায় ভেঙে পড়েছে নগ্ন চাঁদ
মাটিতে গড়ায় জোছনার আলো...
রাষ্ট্র পরে আছে হিজাব
শরীরের সবটুকু দেখা যায়- দেখা যায় না দৃষ্টি প্রদীপ
আজ তার প্রার্থনার দিন
ব্যস্ত ঈশ্বর রাজকাজে দিন রাত
চাঁদ দেখা শুধু ধর্ম রক্ষায়
আমরা ক্রমশ ঢুকে যাচ্ছি রাজার ধর্মে...
ও মা, তোমার শরীর ছিঁড়ে
যেই চাঁদ একদিন উড়েছিলো আকাশ গঙ্গায়
দিনখারাপের রোজনামচায়
আবার এসেছে ফিরে তোমারই আঁচলের ভাঁজে
নি:স্ব রক্তমাখা শরীরে...
-

সাগর আল হেলাল
৩০.০৩.২০২২

Post a Comment

Previous Post Next Post