ঈশ্বরের দায়িত্বে শয়তান

 



বেহেস্তের গন্ধ চারিদিকে
পৃথিবীর মাটিতে নেমেছে হুর-গেলেমান…

পেঁচা ডেকে ওঠে স্বর্গীয় বাতাসে
অলক্ষ্মী নামে ডাকে না কেউ তাকে আর
ঘরে ঘরে চাবী সন্ধানের প্রতিযোগিতা
মানুষের ঘাড়ে মানুষের পা
ইথারে ধনতন্ত্রের সু-ললিত মন্ত্র উচ্চারণ…

এন্টার্কটিকায় গলছে সাদা বরফ
নীলনদ ভাসছে লাল জলে ভূ-মধ্যসাগরও
ভূ-স্বর্গ কাশ্মীরে লেগেছে মহাভারত
তেত্রিশ কোটি দেব-দেবীর রোষানলে
শ্রীনগর, জম্মু উপত্যাকা…

সাম্রাজ্যবাদ দৈত্য পরেছে ইসলামী জোব্বা
কলেমার পতাকাধারী প্রতারক বেঈমান,
কসমেটিক বেহেস্তের নহর খনন
ঈশ্বরের দায়িত্ব নিয়েছে স্বয়ং শয়তান
মাটি দাবী করে আকাশের মালিকানা…

-

সাগর আল হেলাল

Post a Comment

Previous Post Next Post