ঠাণ্ডা জলের ডুবুরী


অচেনা নদীর শরীরে হাতড়াই
সুখের ঠিকানা
পলীজমা হাঁটু নদী জলে
হাতড়ায় যেমন গলদা চিংড়ি,
আমি হাতড়াই-হাতড়াই...

একটা সাপ পাশ কেটে যায় সরাৎ শব্দে
নদীর আহ্লাদী অধর
ফিসফিস করে সাপের জিহ্বায়
থমকে যাই আমি
হিসহিস আৎকে ওঠে সর্ব শরীর...

গোটা গোটা অক্ষরে লেখা সুখের ঠিকানা
আমার চোখে পড়ে না
আমাকে জাপটে ধরে রাখে সংকীর্ণ পথ,
হে গান গাওয়া পাখি, সুর তোলা বাশি
আমাকে করে দিও না স্থবির...

বেলা পড়ে আসে শুনি পিছু ডাক,
ঐতো !
ঐ বুঝি ঠিকানা !!
গন্তব্যের মাঝখানে উষ্ণতা বড়ো বেশি
অথচ আমি ঠাণ্ডা জলের ডুবুরী...
-

সাগর আল হেলাল
২৫.০৩.২০২২

Post a Comment

Previous Post Next Post