আমি একা নই

 


আমাকেই উঠাতে হবে শস্ত্র
যেতে হবে যুদ্ধের ময়দানে
আমি প্রস্তুত,
বন্ধু, বলো-
আর কতো বেলা বাঁকি ?

দিগম্বর হয়ে পড়ে থাকা
চকচকে তলোয়ার
উপহাস করে,
দেখতে পাও না তুমি !
নির্লজ্জ বেহায়ার মতো যারা
আমাকে দেখতে চা্ও দিগম্বর ?

এসো তবে-
হয়ে যাক ঘাত-প্রতিঘাত
শব্দে-শব্দে, ধ্বনিতে-ধ্বনিতে
বাক্যের মেরুদণ্ডে বাক্য;

বন্ধু, ভয় নেই- আমি একা নই
বক্ষে নজরুল, সুকান্ত, মাইকেল
সারথী জীবনানন্দ
রবি ঠাকুর,
প্রমথের প্রমত্তা পদ্মা
দিয়েছে উদ্যাম উচ্ছ্বাস
আমি ক্লা্ন্ত নই;

শামসুর রাহমান
বুঝিয়েছে স্বাধীনতার রূপ-রস
ওমর আলী, রুদ্র, হুমায়ূন আজাদ
দিয়েছে মুক্ত চিন্তা
রসদ যোগায় লালন, হাছন
শহীদ জননী জাহানারা ইমাম;

কি ব্যাপার ,
থেমে যাও কেন ?

নবীনের কেতন ওড়ে চারপাশে
জেগে উঠেছে যৌবনের মিছিল,
মনে রেখো-
যে অস্ত্র রেখে গেছে নজরুল
আগামী একশ’ বছরেও তাতে মরচে ধরবে না।
-

সাগর আল হেলাল
২৫.০৩.২০২২

Post a Comment

Previous Post Next Post