দেখছি আমি তোমার হাতে
একটি গাছের চারা,
ভাবছো তুমি গাছ লাগালেও
খরায় যাবে মারা।
মরার আগে মরবে কেনো
বেঁচে থাকাই বড়ো,
পরের চিন্তা পরে, গাছটা
আগে রোপন করো।
যতো বৃক্ষ ততো মানুষ
বিজ্ঞানে তাই বলে,
বৃক্ষ রোপন করতে কী আর
হেলা ফেলা চলে?
-
সাগর আল হেলাল
ছড়াকার
(টকদই বইয়ে মুদ্রিত)
Post a Comment