ছড়াগুচ্ছ-০১

 

শিরোনামঃ আমরা আছি ঘুমের দেশে

 

কচি পাতার হাসি দেখে 

হাসি এসে গেলো,

চৈত্র মাসের খরার তাপে

মুখটা মুষড়ে এলো।

 

উত্তরীয় ঠোঁটের কোণে

ভয়ের চিহ্ন জাগে,

ধুতির ভাঁজে মুখ লুকাতে

কতো সময় লাগে!

 

দিগন্তে আজ সন্ধ্যা নামে

আঁধার বুঝি হবে,

আমরা আছি ঘুমের দেশে

ভাঙবে নিদ্রা কবে।

-

 

শিরোনামঃ জল পানি

 

পাপী তাপীর মনের ময়লা

নিচ্ছে গঙ্গা জল,

পদ্মা নদীর পানিতে কি

নাইরে একই ফল !

 

একই স্রোতের একই ধারা

একই প্রেমের ভাও,

তবে কেনো পদ্মা ছেড়ে

গঙ্গা ঘাটে যাও !

 

গয়া কাঁশি বৃন্দাবনে

নাই বিধাতার ঘর,

তোমার ঘরে সংগোপনে

বাস করে ঈশ্বর।

-

 

শিরোনামঃ মাফ করে দাও মামা

 

কিছু মানুষ বলে ভালো

চলে বাঁকা পথে,

কিছু মানুষ নায়ে চলে

কিছু চলে রথে!

 

বাঁকি কিছু- লেখে ভালো

ধরে ভালো ধামা,

শক্ত করে ধরলে, বলে-

মাফ করে দাও মামা।

 

অল্প কিছু মানুষ আছে

সাচ্ছা দিলে চলে,

ন্যায়ের পক্ষে সব সময়ই

বিবেক থেকে বলে।

-

 

শিরোনামঃ চায়নীজ বড়শি

 

অমলের সাত বোন নার্গিসের পড়শি

সেইখানে মাছ ধরে চায়নীজ বড়শী।

-

 

শিরোনামঃ মনে রাখি

 

দুখি হলেই দুঃখ বাড়ে

তাইতো সদা হাসি,

দুঃখ-সুখের কথা ভুলে

জীবন ভালোবাসি।

দুঃখ শেখায় বাঁচার শিক্ষা

শক্তি যোগায় মনে,

কেনো তবে আড়ি দেবো

আমি দুখের সনে ?

দুঃখ-সুখের ভাবনা ভেবে

কর্মে দিলে ফাঁকি,

জীবন হবে দুঃখে ভরা

সবাই মনে রাখি।

-

 

শিরোনামঃ মাটি

 

জল চেয়েছো জল দিয়েছি

এবারে চাও মাটি,

ইচ্ছে করে গালের উপর

মারি কষে চাঁটি !

 

মাটিতে হয় মানুষ গড়া

সোনার চেয়ে খাঁটি,

সেথায় তুমি চাও বানাতে

লবন জলের ঘাঁটি !

 

আমরা বড়োই সাদা-সিধে

সহজ পথে হাঁটি,

মাটির জন্য প্রয়োজনে

ধরতে পারি লাঠি।

-

 

শিরোনামঃ রাগ

 

রাগলে যদি কাব্য আসে

রাগবো আমি রোজ,

তারই সাথে পাতা পেরে

করবো ভুঁড়িভোজ।

 

বাটা ভরে পান খাওয়াবো

করাবো ধুমপান,

দাওয়ায় বসে চাঁদনী রাতে

শোনাবো যে গান।

 

রাগলে যদি ছন্দ আসে

সবাই তোরা ভাগ,

কাব্য আসার অপেক্ষাতে

করছি আমি রাগ।

-

 

শিরোনামঃ করোনা

 

একটা মেয়ে একটা ছেলে

বাবার সাথে যায় স্কুলে-

 

-তো ?

 

ইস্কুলেতে করো না

মাস্ক কেনো পরো না !

 

 

শিরোনামঃ ঝাল লাগে না

 

মরিচ খাইলে ঝাল লাগে না

রাজনীতি আজ ভাল্লাগে না

 

মাজা ব্যথা কোমর ব্যথা ব্যথা ডানে বামে,

কেমন করে বাঁচি আমি চোখ ভেসে যায় ঘামে;

 

গণেশ উল্টে যেতে কিন্তু

বেশি সময় কাল লাগে না।

 

-

সাগর হেলাল



1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم