ছড়ার শিরোনামঃ নদী

 

বাড়ির কাছে ছোট্ট নদী

তোমরা তাকে দেখতে যদি

ভরতো সবার মন,

নদী- সেও কথা বলে

হাসে সর্বক্ষণ।


ছোট্ট নদী ছোটোই বটে

মিষ্টি ছবি নদী পটে

দেখলে জুড়ায় চোখ,

যতো জনা দেখলো তাকে

ভুললো মনের শোক। 


নদীর কাছে যেদিন আসি 

দূর হয়ে যায় দুঃখ রাশি

হয় যে ভালো ঘুম, 

নদী আমার অনেক আপন 

হৃদয়ের কুটুম।


নদীর জলে সিনান করি 

তারি জলে ভাসাই তরী 

ঘুঁচাই মনের দুখ, 

প্রাণের অধিক ভালোবাসি 

আমি নদীর মুখ।

-

সাগর আল হেলাল

ছড়াকার

(টকদই বইয়ে মুদ্রিত)

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم