পরের কাছে অনেক কিছু
আমার কাছে অল্প,
কি লাভ আমি নিজের খেয়ে
করবো তাদের গল্প।
তার যা আছে আগামীকাল
পাবো আমি হয়তো,
তা না হলে ভাববো ওসব
আমার জন্য নয় তো।
অল্পে তুষ্ট থাকে যারা
নেইকো তাদের কষ্ট,
পরের ভাবনা ভেবে কেনো
জীবন করবো নষ্ট !
-
সাগর আল হেলাল
(টকদই বইয়ে মুদ্রিত)
Post a Comment