একটা নতুন জামা পেয়ে
আমরা অনেক খুশি হই,
এই জামাটা পুরান হলে
তাতে কোনো বেজার নই।
নতুন কাপড় নতুন জুতা
সবই আমার নতুন চাই,
নতুন দিনের নতুন আশায়
মনে অনেক শান্তি পাই।
নতুন সবই ভালোবাসি
কথা যদি সত্যি হয়,
নতুন পড়া পড়তে গিয়ে
কেনো তবে পাবো ভয় ?
-
সাগর আল হেলাল
(টকদই বইয়ে মুদ্রিত)
Post a Comment