অপেক্ষা

 

 
শরতের কাশফুল ওড়া মিষ্টি আকাশ
শিউলি ঝরা হিমকাল
সবগুলো সময় জুড়ে তোমার অপেক্ষায় আমি,
জুঁই ফোটা মন পলাশ হৃদয়
মানে না শ্রাবন বুঝে না বসন্ত কাল
কেবলই অপেক্ষা, অপেক্ষা...

তোমার মোতিচূর ঠোঁট, লাল-নীল ভালোবাসা
পিরামিড অহংকার
আমাকে প্রতিদিন তলিয়ে নেয় অতলে,
কষ্ট শ্রাবন হাহাকারের গ্রীষ্মকাল
আমি তুচ্ছ হয়ে যাই ক্রমশ তোমার আকাঙ্ক্ষায়
প্রতিটি দিন, প্রতিটি রাত...

তোমার বনলতা চোখ আজও বিদ্ধ হয়ে আছে চোখে
ঈগল গ্রীবায় আটকে আছে মন,
চোখের বর্ষায় ভেসে যায় জীবনের স্থলভূমি
শ্যাওলা জমে গহীন অন্তরে
সে-ই যে তুমি চলে গেলে অতিথি পাখির মতো
ফিরলে না আর এতোটা ঋতু বদলেও...

এখনো জুঁই ফোটে হাসে নাম না জানা বুনোফুল
ফাল্গুনের নৃত্য দেখায় কৃষ্ণচূড়া
বুকের পাঁজরে নেচে বেড়ায় রক্তক্ষরণ,
আসবে বলেও, এলে না তুমি-

তোমার অপেক্ষায় মৃতপ্রায় আমি
যেমন মৃতপ্রায় গণতন্ত্রের অপেক্ষায় দেশের জনগণ...
-

সাগর আল হেলাল
২৫.০৩.২০২২

Post a Comment

Previous Post Next Post