আমার জন্য গড়া যদি
এ বিশ্ব জাহান
আমি কেনো সামান্যতে
হবো পেরেশান।
জগত জুড়ে সব কিছুতে
থাকলে অধিকার
কেনো তবে খুঁজছি আমি
কোনে জিনিস আমার ?
আমরা সবাই সবার জন্য
সত্যি যদি হয়
তবে কেনো নিজের কথাই
ভাবছি সব সময় !
সবার কথা ভাববো আমি
আজকে থেকে পণ
শ্রেষ্ঠ আমি, আমার কেনো
হবে ছোট্টা মন।
-
সাগর আল হেলাল
১৭.০৪.২০২২
টকদই ছড়ার বইয়ে মুদ্রিত
Post a Comment