ছড়ার শিরোনামঃ ফুল কড়চা

হাসনাহেনা চাঁদের কণা

রাত্রি বেলা ফোটে

ছোট্ট ফুলের সুবাস কিন্তু

দূর-দূরান্ত ছোটে।


গোলাপ হলো বাহারী ফুল

খোশবু দারুণ মিঠা

শীতের সময় খেতে মজা

যেমন রসের পিঠা।


জবা সেতো পূঁজারই ফুল

সব দেবতাই খুশি

ফুলের প্রতি ভালোবাসা

মনের মধ্যে পুশি।


জুঁই-চামেলী-বেলী-চাঁপা

সুগন্ধ সব ফুলে

যে কোনোটা আমায় দিলে

হৃদয় যাবে খুলে।


ফুল ভালো যে বাসে না তার

মনে বিষের কাঁটা

ফুল প্রেমীরা চায় যে দিতে

তাকে মরিচ বাঁটা।

-

সাগর আল হেলাল

১৭.০৪.২০২২

টকদই ছড়ার বইয়ে মুদ্রিত

Post a Comment

Previous Post Next Post