আপনার কবিতা নির্মাণের কৌশল কিন্তু দারুণ !
প্রীতির মুখে নিজের প্রশংসা শুনে আপ্লুত হয় প্রেম। মাথা নিচু করে বলে- আপনার গল্পের কারুকাজ কি নিখুঁত নয় ! প্রীতি হাসে।
প্রীতি ও প্রেমের গল্প-কবিতার একমাত্র সাক্ষী বকুল।
বিশ্ববিদ্যালয়ের পাট চুকেছে বেশ ক’বছর। বই মেলায় বকুলের সাথে প্রেমের দেখা। হাতে মিষ্টি। বকুল চোখ বড়ো করে তাকায়।
ওপাশ থেকে হাসতে হাসতে এগিয়ে আসে প্রীতি। বলে- উপন্যাসটি কেমন হয়েছে ?
Post a Comment