তোমার মন খারাপের কারণগুলো দাও
এই রুমালে বেঁধে জলে ফেলে দিই,
জল হাসতে জানে, নাচতে জানে
জানে গান গাইতেও-
ঠিক ধুয়ে মুছে মনটাকে করে দেবে
আকাশফুল...
তুমি জানো, সন্ধ্যেটা ভালো লাগে আমার
আমি আকাশ দেখি না
গোধূলী দেখি না
দেখি কেবল রাঙিয়ে দেয়া তোমার হাসি-
সেই হাসিমুখ দাও
এঁকে রাখি জলের ক্যানভাসে...
আমি সুখ পাই- তোমার আঁচলে মুখ ঘসে
সেই আঁচলে এতো কষ্ট কিসের,
কষ্টগুলো আমায় দাও-
তুলে দিই অস্তগামী বিমর্ষ সূর্যের হাতে
আগামী কাল হাসবে যখন সকালের রবীন্দ্রনাথ
তোমার কষ্টগুলোও হাসতে শিখে যাবে...
Post a Comment