তোমার
খানিকটা কাদায় খানিকটা জলে
খানিকটা
উদয়ে তো বাকিটা অস্তাচলে।
-
তুমি
খুব বুদ্ধিমান আর চালাক
তাই
কি সমাজ দিয়েছে তালাক !
-
আশকারা
পেয়ে গিয়েছো ভুলে
হয়েছো
কলাগাছ আঙ্গুল ফুলে।
-
তোমাকে
প্রথম দেখেছিলাম চর্যাপদে,
এতোকাল
পর এঁকেছি কাব্যের প্রচ্ছদে।
-
ঘুরে
বেড়াস তবুও এ বাড়ি ও বাড়ি !
হয়েছিস
বুড়ো, বলে মনের ব্যাপারি।
-
গোলাপ
ও সরোজ দূর থেকে দেখি,
আনাড়িভাবে
অগভীর কবিতা লেখি।
-
আগুন
আর আগুন দুইয়ে মিলে পানি
পানি
আর পানি মিলে মাটি তাও জানি।
কি
কথা খাচ্ছে মাথায় ঘুরপাক ?
সে
এসেছে, আজ তুই চুপ থাক।
-
তোমাকে
দিয়েছিলাম শর্তহীন স্বাধীনতা,
অধিকার
পেয়ে ভুলে গেছো সকল কথা।
-
বাকলে
বাকলে লেগেছিলো ঘসা
সেই
দোষে আজ বৃক্ষতলে বসা।
-
নরম
দেখে শক্তি বাড়ে
কাজে
গেলে পল্টি মারে।
-
তেরো.
নার্গিসের
গায়ে খুব জ্বর
লাগবে
অমল ডাক্তার, সর।
-
গণতন্ত্র
দেখতে চাও
দল
বেঁধে পাকিস্তান যাও!
-
মাথার
কিড়া দিলাম কিন্তু- শোনেন না বাইডেন,
চায়নীজ
মাল দেন সরিয়ে, দেন নারে ভাই- দেন।
-
আমার
সাথে লড়তে আসিস ময়দানে
বীরের
বেশে নতুন করে পয়দা নে !
-
সতেরো.
পাখিরাও
সন্ধ্যায় ফিরে আসে নীড়ে
ফিরলে
না তুমি শুধু- ভাসি আঁখি নিরে।
-
আঠারো.
জীবন
আকরে ঘূর্ণায়মান বুদ্ধাঙ্ক
চাতকের অপেক্ষায় কাঁদে শশাঙ্ক!
-
ঊনিশ.
অধরে
রাখিলে অধর বুঝবে প্রেমের কদর,
মন এমনই আয়না যার- দুই পাশেতেই সদর।
-
বিশ.
কলম
সৈনিক তুমি, হাত তোমাকে ওঠাতেই হবে,
দেশপ্রেম থাকে সবার, ইতিহাসে কি সবাই রবে?
-
একুশ.
ডালে
পাখি মুখ ঘসে
কী
যে সুখ রসে কষে!
-
বাইশ.
নার্গিস
চায় তোষামদের বড়া
এ জন্যই
তেলের মূল্য চড়া।
-
আজকে
তুমি ব্যস্ত আছো জবর,
কেমন
করে নেবে আমার খবর!
-
إرسال تعليق