তোমার লাবণ্য অধরের কসম
যা লেগে আছে এখনো মাখনের মতো
আমার অধরে
অস্তিত্বে
এবং
ভালোবাসায়;
একদিন সতেজ হয়েছিলে তুমি
আমিও
সেই থেকে এ জীবন অন্যরকম
অন্য সুরে বাধা
মনে আছে !
পথ হারাই নিশিতে তোমাকে ভেবে
খুঁজি সকাল-সন্ধ্যা
অবসরে
আরো একবার চাই সান্নিধ্য
একটু ভালোবাসা
বায়ু প্রবাহে চলছে খুবই উত্তাপ।
-
সপ্তক
إرسال تعليق