চায়ের দোকান ক্লাবের ঘরে
উড়বে এবার নোট
ভুলেই যাবে ঢাকার মানুষ
বুকে জমা চোট।
নগর ভবন হাসবে আলোয়
বাড়বে লোকের ভীঁড়,
স্বর্গে বসে দেব-দেবতায়
খাবে মজার ক্ষীর।
ক্ষীরের মজা ভিন্ন হলে
বলবে হেসে- ফোট্;
নতুন খবর হবে নাকি
লোকাল গভমেণ্ট ভোট !
-
সাগর আল হেলাল
ছড়াকার
২৪.০৩.২০২২
মন্তব্য করে উৎসাহিত করুন।
ردحذفإرسال تعليق