ধর্ম নিয়ে প্রচুর পোস্ট দেখা যায় ফেসবুকে। যে কেউ কোরান-হাদিস উল্লেখ করে নানা মতামত জাহির করে থাকেন। কিছু মানুষ নিজেরাই ধর্মের পক্ষ-বিপক্ষ বিশ্বাসীদের প্রিয়ভাজনদের চরিত্র হননের মাধ্যমে তাদেরকে উস্কে দিয়ে মাথা গরমের ব্যবস্থা করছে। কিছু বিশ্বাসী আবেগের বশবর্তী হয়ে তাদের ফাঁদে পা রেখে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে ফেলছে। কিন্তু দায় পড়ছে সকল বিশ্বাসীদের ঘাড়ে।
নাগরিক ধর্ম পালনে বাধা সৃষ্টিকারীদের বিচার করা কঠিন। আইনের ফাঁক গলে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা ইত্যাদির কথা বলে তারা পার পেয়ে যান। তারা বুঝার চেষ্টা করে না যে, রবীন্দ্রনাথ ঠাকুর ১০০% হিন্দু থেকে যদি বিশ্বকবি হতে পারেন, তখন কবি লেখক হতে হলে মুক্ত চিন্তার নামে ধর্মকে গালি দিতে হবে কেন? বিষয়টা কি লেখক হওয়াকে কেন্দ্র করে? মনে হয়, তা নয়। কারণ অন্যখানে।
জাতিসংঘ এতোদিন বাদে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে রেজুলেশন পাশ করেছে। প্রতি বছর ১৫ মার্চ ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করা হবে।
-
ধন্যবাদ
إرسال تعليق