গরীব ঘরে জন্ম নেয়া
অনেক বেশি লাভ,
প্রয়োজনের চেয়ে বেশি
থাকে না অভাব।
অনেক কিছু আছে যাদের
তারাই বেশি চায়,
পাহাড় সমান সম্পদেও
অভাব না ঘুঁচায়।
টাকাতে কি মানুষ বড়ো ?
কেমন করে হয় !
বালি কণা-ই গড়ে মরু
মরু বালি নয়।
ছোটো থাকলে বড়ো হওয়ার
সুযোগ আছে ভাই,
গরীব ঘরে জন্ম নিয়ে
কোনো দুঃখ নাই।
-
সাগর আল হেলাল
(টকদই বইয়ে মুদ্রিত)
إرسال تعليق