তোমার যা ইচ্ছে


চোখের পর্দা নেই বলে
মাছেদের নেই পুত্র শোক,
সুযোগে মানুষের রক্ত
শুষে নেয় নিষ্পাপ জোঁক।

জলের মূল্য বেশি রক্তের চেয়ে
সময়ের স্রোত যায় এভাবেই বেয়ে-

প্রভু ! নিয়েছি আমি মেনে হার
তোমার যা ইচ্ছে তাই হোক !
-

সাগর আল হেলাল
ছড়াকার
২৫.০৩২০২২

Post a Comment

أحدث أقدم