দিন বদলের ইস্যু

 


যাচ্ছে কমে বন্ধু সংখ্যা
কি যায় আসে তাতে,
কাটাচ্ছি দিন মফঃস্বলে
আনন্দে ডাল-ভাতে।

রাজনীতি নেই, নেই কোন্দল
নেই ঝড় ফেসবুকে,
শান্ত নদীর জলের মতোই
এগুচ্ছি সম্মুখে।

রাজধানীতে আছো যারা
দাঁড়াও মাথা তুলে,
সময় মতো পাবে সাড়া
যাই নি কিছুই ভুলে।

অনেক কিছু বলার আছে
করার অনেক কিছু,
বাদ দিও না কলম থেকে
দিন বদলের ইস্যু।
-

সাগর আল হেলাল
২৩.০৮.২০১৯

Post a Comment

أحدث أقدم