ফারিহা


ফারিহা- তোর,
চোখে কেনো জল ?
কি হয়েছে, কে মেরেছে
আমায় খুলে বল।

তুই যে এতো মিষ্টি মেয়ে
দেখেছে কি কেউ তা চেয়ে !

গোমড়া মুখে থাকিস্ নেতো
তাতে কী-ই বা ফল
আমার সাথে ঘুরতে যাবি ?
কোথায় যাবি চল।

তোকে আমি ফুল দেখাবো
জল দেখাবো, খাবো-দাবো

মনের ইচ্ছা বলিস যদি
করবো নাতো ছল,
একে একে সব দেখাবো
করবো প্রাণোচ্ছল।

ফারিহা, তুই
হেসে কথা বল-
খেলার সাথী করে দেবো
প্রজাপতির দল।
-

২৬.০৩.২০২২

Post a Comment

أحدث أقدم