চতুর্ভেদী

 


সাত তলা ভবনে আমি
চার তলাতে থাকি,
খবর জানে ইন্দ্র প্রতাপ
নাম দিয়েছে পাখি।

ফুড়ুৎ ফুড়ুৎ বেড়াই উড়ে
এ ঘর সে ঘর করি,
জল-পবনে সওয়ার হয়ে
কাটে সময় ঘড়ি।

তোমরা আমার স্বজন বন্ধু
চতুর্ভেদী সেনা,
ভালোবেসে পাশে রেখো-
আমি নই অচেনা।
-

সাগর আল হেলাল
২৫.০৩.২০২২

Post a Comment

أحدث أقدم