ছড়ার শিরোনামঃ সোনার চামুচ

 

সোনার চামুচ মুখে দিয়ে

রাজার কন্যা এলো, 

সোনার চামুচ গেলো যখন

রাজ্য চলে গেলো। 


রাজার মেয়ে করেনি তো

কোনোই লেখাপড়া, 

তাইতো দেখি কপালে তার 

অনেক দুঃখ ভরা। 


আরেক মেয়ে জন্ম নিলো 

কলা পাতার ঘরে, 

বড়ো হতে হবে বলে 

লেখা পড়া করে। 


লেখা-পড়ায় চাকরি পেলো

নতুন রাজার বাড়ি,

তার মুখে আজ সোনার চামুচ,

আমিও তা পারি !



(টকদই বইয়ে প্রকাশিত)

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم