চর্যাপদ সম্পর্কীত তথ্যঃ
1) চর্যা কথার অর্থঃ আচরণীয়
2) বঙ্গালীর দাবীদারঃ ভুসুকুপা, পদ নং ৪৯
3) চর্যাপদে নদীর বিবরণঃ পদ্মা, যমুনা, ডোম্বীপার পদে
4) চর্যাপদে ফলের নামঃ তেঁতুল
5) চিত্রধর্মী কবিঃ ভুসুকুপা
6) চর্যাপদের ভাষাকে হিন্দী ভাষার দাবীদারঃ বিজয়চন্দ্র মজুমদার
7) চর্যাপদ কিসের উপর লেখাঃ তালপাতা
8) চর্যাপদে খেলার উল্লেখঃ দাবা
9) চর্যাপদে রাগের উল্লেখঃ ১৭টি
10) চর্যাপদের ভাষাকে বাংলা ভাষা প্রমাণ করেনঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
11) চর্যাপদের ভাষা হিন্দী হিন্দী নয়, প্রমাণ করেনঃ সুকুমার সেন
12) চর্যাপদের জাতি-গোষ্ঠীঃ তাঁতি, ব্যাধ, শবর, মাহুত, শুঁড়ি, কাপালিক
13) পদ্মা নদীর উল্লেখঃ ভুসুকুপার ৪৯তম পদে
14) চর্যাপদ কয় চরণে লেখাঃ বেশিরভাগ ১০ চরণে
15) চর্যাপদের ভাষাকে মৈথালী ভাষার দাবীদারঃ জয়কান্ত মিশ্র
16) চর্যাপদে প্রবাদ বাক্যের সংখ্যাঃ ৬টি
17) যে সকল যানের বিবরণ আছেঃ রথ, হাতি, নৌকা।
তথ্যসূত্রঃ
a) লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ
b) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
c) ইন্টরনেট
সাগর হেলাল
إرسال تعليق