কোনো কিছু পাওয়ার জন্য
কতো কষ্ট হয়,
কষ্ট পেতে ভালোবাসো
অন্য কিছু নয়।
সহজ লভ্য যতো কিছু
জয় করে না মন,
কষ্টগুলো থাকে কিন্তু
বুকে আজীবন।
কষ্ট পাওয়া কতো সহজ
দেখতে যদি চাও,
পাশে থাকা মনের মানুষ
ভালোবেসে যাও।
দেখতে পাবে চোখের জলে
যাচ্ছে ভেসে বুক,
বুঝবে ভালোবাসাতে নেই
এক রত্তিও সুখ।
-
০৩.০৪.২০২২
إرسال تعليق