ছড়ার শিরোনামঃ তার বার্তা

পড়তে বসে ডানে বামে

চাও

মা-কে বলো বই এগিয়ে

দাও।


আড়-নয়নে টিভির দিকে

চোখ

তোমায় ভালো বাসবে কেনো

লোক।


পড়ার সময় শুধুই পড়া

চাই

তা না হলে পাশের খবর

নাই।

-


সাগর আল হেলাল

১৭.০৪.২০২২

টকদই ছড়ার বইয়ে মুদ্রিত

Post a Comment

أحدث أقدم