আমরা নারীরা সবই পারি পারি না নিতে নিজ অধিকার,
শিশুকাল থেকে সবকিছুতে আমাদেরই দিতে হয় ছাড়।
ভাইয়ের জন্য সবকিছু আগে আমার বেলায় অসন্তোষ,
আমার বেলা সব ভুলে বাবা সামনে এসে করে আফশোস।
মেয়েরা যাবে পরের বাড়ি শুনতে হয় কথা প্রতিদিন,
মেয়ে মানে লাভ কিছু নেই সবকিছুতেই বাড়ায় ঋণ।
আমরা নারীরা বাপ-মা ছেড়ে পরের বাড়িতে চলে যাই
বাপের বাড়ির কোনো কাজেই আমাদের আর মূল্য নাই।
নায়রে এসে হই মেহমান লোক দেখানো আদর পাই
কতক্ষণে বিদেয় হবো সকলে যেনো ভাবে এ কথাই।
চোখে জল নিয়ে নায়র সারি ভিতরে মন পুড়ে হয় ছাই,
নারী ভাগ্য কেনো যে এমন এ কথা কার কাছে সুধাই ?
আমরা নারীরা সবই পারি শুধু করতে পারি না প্রতিবাদ
পিতা-মাতা-ভাই-বোন-স্বামী মেটাতে হয় যে সবার সাধ।
পিতা-মাতা-ভাই-বোন-স্বামী মেটাতে হয় যে সবার সাধ।
উঠতে বসতে পুরুষ কেবলি বেড়ায় খুঁজে নারীর দোষ,
পান থেকে চুন খসলে পরে সইতে হয় বেজায় আক্রোশ।
নারীর নেই কোনো ভালো কাজ তার আছে শুধু অপরাধ,
নরের দোষে দোষী হয়ে নারী বুক ভাসায় কেঁদে দিনরাত।
আমরা নারীরা সবই বুঝি বুঝতে পারিনা শাশুড়ীর মন
মেয়ের জায়গা দেয় নাতো সে হতে পারি না তার আপন।
ননদীর কাছে খোঁটা শুনে মরি দেবরে দেখায় চোখের নাচ
নন্দাই বেটা রসিকতা করে চেয়ে বসে এই হাতের পাঁচ।
বিয়ের পরে নিজ বাড়ি ছেড়ে পরের বাড়িতে সাজাই ঘর
সে ঘর আমার হয় না নিজের হই নদী মরা বালুর চর।
আমরা নারীরা সবই জানি জানতে পারি না সমাজের হাল
পুরুষেরা করে খবরদারী আর যন্ত্রণা সয় নারী চিরকাল।
-
সাগর আল হেলাল
৮.৪.২২
==============
إرسال تعليق