বাজার করার জন্য সামান্য লেখাপড়া জানা একটা লোকের প্রয়োজন। কাজের লোকের বেতন যেমন হয়, তার চেয়ে একটু বেশিই দেওয়া হবে। থাকা খাওয়া ফ্রি। তবে শর্ত একটাই বিশ্বাসী লোক হতে হবে। বেশি চালাক-চতুরের দরকার নাই। মুখে মুখে তর্ক করা চলবে না। বাজার করার হিসেব কড়ায় গণ্ডায় দিতে হবে। চুরি ধরা পড়লে চাকরী নট। এই শর্তে কর্মচারি নিয়োগ প্রক্রিয়া চলছে। ইন্টারভিউ বোর্ডের সদস্য স্বয়ং আরতী দেবী। লতা মাসি আছে পাশেই। চারুলতাকে সে পাঠিয়ে দিয়েছে ঘরে। ভরাট কণ্ঠে আরতী দেবী বললেন-
- সুনীল সবকিছু ঠিক মতো বুঝিয়েছে তো ? নাকি আবার বলতে হবে ?
- আজ্ঞে না, আমি সব কথা মুখস্ত করে নিয়েছি। আর কওয়া লাগবি না নে।
- একা একা বাজার করার অভ্যেস আছে ?
- আজ্ঞে আছে।
- সর্বোচ্চ কতো টাকার বাজার করেছো এ পর্যন্ত ?
- আজ্ঞে কুড়ি টাকা।
- তুমি কথায় কথায় এই আজ্ঞে বলাটা বন্ধ করবে ?
- আজ্ঞে কি বলবো ?
- জ্বী বলবা। হ্যাঁ, জ্বী বলাই ভালো। কি বলিস লতা ?
- আপনি যিডা কবেন, সিডাই হবি। কিরে ছোঁড়া জ্বী বলতি পারবি নে ? পাশ থেকে লতা মাসি বলে।
- জ্বী পারবো। আপনার যিডা কবেন, আমি সেইডাই কবো। চাকরিডা আমার খুব দরকার। আমার থাকার কোনো ব্যবস্থা নাই। বেতন-টেতনের চাইতে থাকা-খাওয়া ফ্রি, এমন একটা চাকরি পা’লি পরে আর কোনো চিন্তা নাই। আপনেরা যা কবেন, অক্ষরে অক্ষরে পালন করবো।
- এই কথাটা যেনো মনে থাকে। এই বাজারে একটা লোকের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে কম করে হলেও তিন শ টাকা লাগে। গম্ভীর স্বরে বললেন আরতী দেবী । তারপর লতা মাসিকে উদ্দেশ করে বললেন- লতা, যা ওকে সিঁড়ি ঘরের দোতলার ঘরটি দেখিয়ে দে। আর ওকে বলে দিস- আমি কিন্তু নোংরা থাকতে পছন্দ করি না। আর একটু স্মার্ট হওয়া লাগবে। অতো ক্যাবলা লোক আজকাল সমাজে চলে না।
লতা মাসি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারিকে নিয়ে সিঁড়ি ঘরের দিকে যাত্রা করলো। যেতে যেতে জিজ্ঞেস করলো-
- কিছু খেয়েছো বাছা ?
- জ্বি না। কাছে ট্যাহা নাই। বাইরে খাতি হলি ট্যাহা লাগে।
- আহারে বাছা। তোমার কাপড় চোপড় ?
- কিচ্ছু নাই। পেটে ভাত না থাকলি কাপড়ের বোঝাও বিরাট বোঝা মনে হয়।
- ঠিক আছে, ঠিক আছে। সব ব্যবস্থা হবি নি।
দোতলার সিঁড়ি ঘরে পৌঁছে সেখান থেকে লতা মাসি তার নিজের ঘর দেখালো তাকে। বললো-
- কোনো অসুবিধা হলি আমাক জানাবা। আচ্ছা, এই যে এইদিক চানঘর। বাছা, তুমি হাত মুখ ধুয়ে নেও। আগে তোমার জন্য জল-খাবারের ব্যবস্থা করি।
লতা মাসি খুব দ্রুতই খাবার নিয়ে ফিরে এলো। টেবিলে খাবার রেখে জল আনতে জগ হাতে কলপাড়ে যেতে যেতে বললো- তুমি খাওয়া আরম্ভ করো।
জলের গ্লাস টেবিলে রাখতে রাখতে এইবার লতা মাসি বলে-
- এই দ্যাখো, কথায় কথায় তোমার নামটাইতো জিগ্যেস করা হয় নাই। তা বাছা তোমার নাম কি?
- সুবল।
চলবে-
সাগর আল হেলাল
৮.৪.২০২২
==========
Post a Comment