লক্ষ্য করলে দেখা যায়, ফেসবুকে এক শ্রেণির ব্যাক্তি আছে- যারা বিনা মূল্যে জ্ঞান বিতরণ করে বেড়ায়। অথচ তাদের আইডিতে গিয়ে দেখা যায় কিচ্ছুটি নেই। প্রোফাইল পিকচারে নিজের ছবি ব্যবহার করে না তারা। আইডিতে এমন কোনো তথ্য দেয়া নেই যে, তা দিয়ে সনাক্ত করা যায়- আইডিধারীর পরিচয়।
তাদের বক্তব্য- অন্যের মতো রঙ-চঙে ছবি তাদের লাগে না। বাক্যের মারপ্যাঁচ দেখে চিনে নিতে হয় তাদেরকে। তারা ইনোসেন্ট টাইপের মডিউল, ঐতিহাসিক অথবা দার্শনিক ব্যাক্তিত্বের মনুমেন্ট এর ছবি প্রোফাইল পিকচারে ব্যবহার করে থাকে। লক্ষ করলে আরও দেখতে পারা যায়, তারা নানা উপায়ে সামনের ব্যাক্তিকে প্রোভোক করার চেষ্টা করে।
এমন লোক থেকে কি সাবধান হওয়া উচিৎ নয় !
-
সাগর আল হেলাল
১১.০৩.২০২২
إرسال تعليق