একুশ এলো শহীদ মিনার
ঘসা-মাজা করো,
পলাশী মোড়, বকশী বাজার
রঙ্গুলিতে ভরো।
কবিরা কবিতা লেখো
ছন্দ ছড়াকারে,
বুদ্ধিজীবী টক শো করো
ছোটো সেমিনারে।
বইমেলাতে বই ছাপাও আর
ছবি ম্যাগাজিনে,
গর্ব করো দুই চার খানা
বই-পুস্তক কিনে।
একুশ গেলো, সব ভুলে যাও
কর্পোরেটির বাণী,
জলে ডুবেই যায় গো জানা
গাঙ্গে কতো পানি !
-
সাগর আল হেলাল
২৩.০২.২০২২
إرسال تعليق