ময়ূরের গালে চুমোতে অধর আয়নায়
ওষ্ঠে লেগে যায় রঙিন পালক,
পাক্কা চব্বিশ ক্রোশ পথ বেয়ে এসেছি আমি
সামনে পৃথিবীর সর্বশেষ ময়ূর;
আমি দূর্বাঘাসের পরোটায় বাঁটা লাল মরিচের
আচারভোগী
আমার ঠোঁটে চুম্বক আঠা, রাসায়নিক সুগন্ধ !
মেনে নিতে চুল কেঁদে ঝরে যায়;
ময়ূর টলমলে ঝিলে নাচে খিল খিল
আলতা পায়ের নখে আঠালো লাল রক্ত
ঝিরঝিরে বাতাসে চকচক পালক বাহারী
ক্ষুধা-তৃষ্ণা ভুলেছে উপস্থিত জীবকুল;
আফ্রিকান মাগুরের আঁশটে লাগে নাকে
এ আমি কোথায় দাঁড়ানো ?
হা ঈশ্বর ! না দাও বৃষ্টি, তুফান দাও
যাচাই হয়ে যাক গন্ধ-সুগন্ধের কারসাজি;
বৃষ্টি-তুফান রেখে এলো ভালোবাসা স্বার্থহীন
প্রকাশিত হয়ে গেলো-
পৃথিবীর সর্বশেষ ময়ূরের আত্মজীবনী
এটি ছিলো আসলে শকুন !
-
২৭.০৩.২০২২
إرسال تعليق