কোন পথে বাংলাদেশ


তুই কিছু বল

- সাগর আল হেলাল













লিমি, তুই কিছু বল
বৃষ্টির শ্রাবণ শিশিরের কানে কানে
কদমের গলা ধরে কি কথা বলে ?
বল না লিমি,
পায়ের তলায় পিষ্ট সবুজ ঘাস
কঁকিয়ে ওঠে কোন্ কান্নায়- খুব ইচ্ছে করে জানতে...

পলাশীতে কাশিমপুরের ষড়যন্ত্রে
কি ভূমিকা ছিলো ঘোসেটি বেগমের ?
হাতে কি ছিলো তার ষড়যন্ত্রের মূল চাবীকাঠি
নাকি ছিলো সে কারো দাবার ঘুটি
ইচ্ছে করে জানতে-
ইতিহাস লেখকের নাম এই একবিংশে...

বাংলা-বিহার-উড়িষ্যার স্বাধীনতার মৃত্যুতে
প্রকৃত সুবিধাভোগী কারা ?
কার হাতের ক্রীড়নক হয়ে-
মীর জাফর সেদিন
কালো ইতিহাস হতে কেন পিছু হটলো না
কেন প্রশ্ন ওঠে আজ মহাত্মা গান্ধীর দেশপ্রেমে...

চোখের ক্লান্ত অশ্রু ঢাকার রাজপথে
পুলিশের পায়ে কেন আজও পিষ্ট হয় অহোরাত্র
অন্যায়ের প্রতিবাদে চলে যায় ছাত্রত্ব
চরম উৎকণ্ঠায় সন্তানের অপেক্ষায় থাকা মা
ফোন করে মর্গের টেলিফোনে...

লিমি, ফালানীকে তোর মনে পড়ে ?
ঝুলে আছে দিয়া খানম, মিম রাজনীতির কাঁটাতারে
সড়ক দুর্ঘটনার দায়
কেন যায় নদী কর্তার ঘাড়ে ?
রামায়ণ পড়া সড়কের লাইট পোস্ট
অস্বীকার করে রাস্তা আলোকিত করার দায়িত্ব...
-

৩.৪.২০২২

Post a Comment

أحدث أقدم