কোন পথে বাংলাদেশ



লিমি তুই ভুলে যা
ভুলে যা- বাঙালিয়ানা, বাঙালিত্ব
বাংলা ভাষা যতদূর
বাংলদেশ ততদূর
আনিস্ নে আর একবারও মুখে;

ভুলে যা-
বাহান্ন’র প্ল্যাকার্ডে লেখা স্লোগান রক্তিম
রাষ্ট্র ভাষা বাংলা চাই
ভুলে যা শহীদমিনার, হামিদুর রহমান
ভাষা বীর সালাম-রফিক-জব্বার-বরকত
সব, সব কিছু ভুলে যা;

ছয় দফা দাবী,
ঊনসত্তরের গণ অসহযোগ
শামসুর রাহমান, আসাদের শার্ট
হাজারী বাগের বদ্ধভূমিতে বাঙালির মেধা হত্যা,
তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণ
দু লক্ষ মা-বোনের সম্ভ্রম সব ভুলে যা !

লিমি তুই ভুলে যা-
মানুষ হয়ে মানুষের অধিকার পেতে
চেয়েছিলাম স্বাধীনতা,
ভুলে যা, লিমি তুই সেই শাশ্বত কথাও !
-

০৩.০৪.২০২২

Post a Comment

أحدث أقدم