কোন পথে বাংলাদেশ


লিমি তুই কথা শোন

- সাগর আল হেলাল

লিমি, কথা শোন
তুই আমার কথা শোন !

অপেক্ষা প্রহর আমার কাটে রাত্রি বিনিদ্র
চোখের রং পাল্টানো
দেখার মতো কেউ নেই পাশে আজ,
নেই কেউ শোনে বুকের শ্বাস কষ্টের শব্দ
পাশ ফিরে শোবার ধ্বনি মর্মর
তুই কথা শোন-
লিমি, তুই আমার কথা শোন !

দ্যাখ, দ্যাখ-
দেয়ালে টাঙানো ঐ রঙিন ছবিতে আমি
বন্দী ছটফট মাকড়সার জাল অক্টোপাশে;
বুক বিদীর্ণ করেছে উঁই মাটির ঘর
ফ্রেমের কাঁচে পড়েইনি কখনো কোনদিন
রমণীয় কোমল হাত কারো,
শোন, লিমি কথা শোন !

টেবিলে পড়ে থাকা সাদা কাগজ
পাশে মুখ শুকিয়ে কলমের নিব
আজ আমায় অভিশাপ করে-
একটা কবিতা লেখার কথা ছিলো আমার,
লিখবো কি করে কবিতা ?
মগজের দেউড়িতে দাঁড়িয়ে প্রতারণা
আমাকে চোখ রাঙায়
কবিতা লিখতে লাগে শব্দ-বাক্যের স্বাধীনতা !

লিমি, কথা শোন
তুই আমার কথা শোন, কথা . . . . শোন . .
-
০৪.০৪.২০২২

Post a Comment

أحدث أقدم