লিমি তুই কেমন আছিস
- সাগর আল হেলাল
লিমি তুই কেমন আছিস
এ্যানাটমি ক্লাসে আজ মিস করেছি
তোকে খুব,
তোর ডাক্তার হওয়ার পথে-
আজকের ক্লাসটা খুব জরুরী ছিলো !
পৃথিবীতে অনেক সুখ আছে এমনও
কাঁদতে ভালো লাগে তার উপস্থিতিতে,
যেমন ভালো লাগে
পছন্দের কষ্ট যখন দাঁড়ায় সামনে,
কেমন ছিলিস লিমি তুই মধ্য প্রহরে !
লিমিরে-
আজ আমি এ্যানাটমি ক্লাসের বারান্দায়
বহুবার বহুভাবে খেয়েছি চক্কর,
তুই কি তাহলে ডাক্তার হবি নে ?
আমি যে নিরাময়হীন এক অসুখ পুষি
কেবলই তোর ডাক্তার হবার প্রতীক্ষায় !
লিমি, তুই কেমন আছিস-
কেমন আছিস আমার আজকের ভরা সন্ধ্যায় !
-
০৪ জুলাই, ২০১৫
إرسال تعليق