আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই
- সাগর আল হেলাল
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে খুব,
যে কোন অঙ্গ
প্রশস্ত অথবা অপ্রশস্ত
আমার পাঁচ আঙ্গুলের সমান
শুধুই একবার...
আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই আমার
তোমাতে দেখেছি আকাশ
নদী-সমুদ্র
সাইবেরিয়ান হীম শীতল মাঠ
কল্পনার স্বর্গোদ্যান...
আমার বসবাসের উর্বর পলিজমি
সাঁতারের দিঘি
বসে থাকার সাড়ে তিন হাত
জলচৌকি তা-ও
দিয়ে দেবো অকৃপন
ইচ্ছে পূরণ হয় যদি তোমায় ছুঁয়ে দেখার...
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে খুব
শুধুই একবার
পাঁচ আঙ্গুলের সমান
মসৃণ যে কোন অঙ্গ তোমার...
-
০৪.০৪.২০২২
إرسال تعليق