লিমি তুই ছাড় !
- সাগর আল হেলাল
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
লিমি তুই ছাড়
ছাড় আমার হাতে ধরা গ্লাসের মদ
কাঁচ ভেদ করে দেখা যায় তোর
সোমত্ত বয়স, নগ্ন শরীর
হাসি খিলখিল দৃষ্টি নেশালু চমকানো-
ছাড়, লিমি তুই ছাড়
এই চকচকে কাঁচের গ্লাস;
কেউ একজন বলেছিলো-
যত বরফ পড়ে মদের গ্লাসে প্রতিদিন
তার চেয়ে খুব কম পড়ে হিমালয়ে,
তবুও চকচক করে তোর ঘাম শরীর
আঁটোসাঁটো বাদামী পাহাড়
তুই ছাড়, লিমি ছাড় !
আজ আমার মাতাল হওয়ার দিন
মার খাবে আজ বারের মালিক
সেফ, দারোয়ান
রাস্তায় দাঁড়ানো নৈশ পুলিশ,
দক্ষিণে পা রেখে ঘুমোতে যাবো বিছানায়
সকালে দেখবো মাথা দক্ষিণে;
إرسال تعليق