কোন পথে বাংলাদেশ

লিমি তুই ভাগ

- সাগর আল হেলাল
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
লিমি তুই ভাগ, ভাগ !
ভাগ ভাগাড়ের জীবন ফেলে শূন্যকোঠায়,
অসংখ্য শূন্যেরা উড়ে বেড়ায় আকাশে
বাতাসে-
করিমন নেছার আঁচলের গেড়োয়
ভাগ- বৃষ্টিতে মাটি কাদা হবার আগেই;
উত্তরে, না হয় পশ্চিমে-
তবে উত্তরীয় উত্তরা অপেক্ষমান-
মঙ্গল দ্বীপ জ্বলে নবমীর হাতে
নারকীয় মন বন্দী শীতল বরফের হিমালয়
শীতলতার উষ্ণতায়
ভাগ, ঊর্ধ্বশাসে লিমি- ভাগ;
সাইবেরিয়ান কোমল বক্ষ ঐ পথে ইশারায়
মোতিচূর বরফের কুচি মাখা প্রেম
গায়ে মেখে খুঁজে নে তোর বসন্ত বাসর,
এখানে জ্বলে জ্বলুক অন্ধকার আগুন
কসাইয়ের হাতে খুন হোক নির্বোধ গো কুল
ফেলিস্ নে পলক পেছনে-
ভাগ, লিমি তুই ভাগ-
চাঁদ জাগা অমাবশ্যায় ভূ-লুণ্ঠিত অন্ধকারে
ভাগ, দৃষ্টি উঠুক জ্বলে নৈঋতে !
-

Post a Comment

أحدث أقدم